করোনা প্রতিরোধে চীনের নিজস্ব সেবনযোগ্য ঔষধ চলতি বছরই অনুমোদন পাবে বলে সোমবার নিশ্চিত করেছে দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
২০২০ সালের জানুয়ারি মাসে কোভিড নাইনটিন সংক্রান্ত গবেষণা শুরু হয় চীনে। এরইমধ্যে ক্লিনিক্যাল পর্যায়ে শুরু হয়েছে ঔষধটির পরীক্ষা। গবেষকদের দাবি, ভাইরাস নির্মূল এবং অ্যান্টিবডি তৈরিতে বেশ সহায়ক ওষুধটি।
বর্তমানে করোনা প্রতিরোধক ৬টি সেবনযোগ্য ঔষধের ওপর গবেষণা চলছে। এর মধ্যে বিআরআইআই ওয়ান নাইন সিক্স এবং বিআরআইআই ওয়ান নাইন এইটের সংমিশ্রণে মিলছে ভালো ফলাফল। ৭শর বেশি মানুষের করোনা চিকিৎসায় ঔষধগুলো ব্যবহার করেছেন ডাক্তাররা। তারা বলছেন, ওষুধটি মৃত্যুহার কমিয়েছে অন্তত ৭৮ শতাংশ পর্যন্ত।
Leave a reply