স্পেনের ক্যানারি দ্বীপের কাছে মিলেছে আরও দুই অভিবাসনপ্রত্যাশীর মরদেহ। গতকাল এই উপকূল থেকে ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে নারী ও শিশুসহ ৩৬ জনকে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটাপন্ন। হেলিকপ্টারের মাধ্যমে তাদের গ্র্যান ক্যানারিয়া হাসপাতালে নেয়া হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা। জীবিত ফেরাদের জবানবন্দি অনুসারে, ইউরোপে উন্নত জীবনের খোঁজে তারা নৌকাযোগে পাড়ি জমাচ্ছিলেন। কিন্তু মাঝসমুদ্রে ইঞ্জিন বিকল হওয়ায় তারা ভাসছিলেন।
স্প্যানিশ সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছর অক্টোবর পর্যন্ত পশ্চিম আফ্রিকা থেকে অবৈধ পথে ইউরোপে পাড়ি দেয়া চেষ্টা করেছেন অন্তত ১৭ হাজার মানুষ। ২০২০ সালের তুলনায় যা দ্বিগুণ।
Leave a reply