শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবো: জামাল

|

ছবি: সংগৃহীত

ফাইনাল নিশ্চিতের মিশনে আজ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। যেখানে জামালবাহিনী ড্র করলেই মিলবে ফাইনালের টিকিট, অন্যদিকে পূর্ণ তিন পয়েন্টের কঠিন সমীকরণ স্বাগতিক দলের সামনে।

কলম্বোর রেসকোর্স মাঠে রাত সাড়ে ৯টায় শুরু হবে দু’দলের লড়াই। অপর ম্যাচে বিকাল সাড়ে চারটায় মালদ্বীপের প্রতিপক্ষ সিশেলস। ফ্লাডলাইটের আলোয় ম্যাচ। আসরে এমন অভিজ্ঞতা বাংলাদেশের জন্য হবে প্রথম। তাইতো বৃষ্টির বাধা উপেক্ষা করেই স্থানীয় সময় রাত ৯টায় অনুশীলন সেরেছে তারা।

পাহাড়সম কোনো চাপ নেই। ফাইনালের সহজ সমীকরণ মাথায় নিয়েও সতর্ক মারিও লেমস শিষ্যরা। বাংলাদেশের যেখানে ড্র মিলবে ফাইনালের টিকিট, সেখানে জয় ভিন্ন সমীকরণ নেই লঙ্কানদের সামনে। আর ঠিক সেই সুযোগটাই নিতে চায় লাল-সবুজ দল।

জামাল ভুইয়া বলেন, বড় ব্যবধানে জিততে তারা আক্রমণাত্মক ফুটবল খেলবে। সেই সুযোগটাই নিতে চাই আমরা। পাল্টা আক্রমণে গোল করতে হবে আমাদের। ফুটবলাররা উজ্জীবিত। মাথা ঠাণ্ডা রেখে খেলতে হবে আমাদের।

মুখোমুখি পরিসংখ্যানে পরিষ্কার এগিয়ে লাল-সবুজ দল। দু’দলের ১৭ দেখায় ১১টিতে জয় বাংলাদেশের। বিপরীতে শ্রীলঙ্কার ৪ জয়ের তিনটিই দেশের মাটিতে। ঘরের মাঠে ২২ বছর ধরে অপরাজেয় তারা। সেই আক্ষেপ ঘুচে ভিন্ন চিত্রনাট্য লিখতে চান বাংলাদেশ কোচ।

বাংলাদেশের ফুটবল কোচ মারিও লেমোস বলেন, অসম্ভব বলে কিছু নেই। মালদ্বীপকে ১৮ বছর পর হারিয়ে সেই প্রমাণ দিয়েছি। এসব পরিসংখ্যান থেকে অনুপ্রাণিত হই আমি। জানি ড্র হলেও চলবে, কিন্তু জয়ের লক্ষ্যেই খেলবে আমার দল। শুধু ভুল করা যাবে না।

এদিকে, শ্রীলঙ্কার কোচ আমির আলাগিক বলেছেন, যদিও খুব একটা ভালো অবস্থানে নেই আমার দল। তারপরও প্রত্যাশা স্বাগতিক সমর্থকদের একটা জয় উপহার দেবে ফুটবলাররা। সেই সামর্থ্য তাদের আছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply