ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্য

|

ছবি: সংগৃহীত

তীব্র ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্য। একাধিক এলাকায় ভূমিধসে বিধ্বস্ত বেশ কিছু রাস্তাঘাট, ঘরবাড়ি-স্থাপনা।

একদিনে ২শ’ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে ওই এলাকায়। ভ্যাঙ্কুয়েভারে ভেঙে গেছে একটি বাধ। ১০ ইঞ্চি পর্যন্ত পানিতে ডুবে আছে পথঘাট। ভূমিধসের কারণে কোথাও আবার পুরু কাদামাটির আস্তরণ। বন্ধ হয়ে গেছে একটি গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ব্রিটিশ কলাম্বিয়ার বেশিরভাগ এলাকা। ঝড় ও ভারি বৃষ্টির কবলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনও। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজ।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের সতর্কতা, অঞ্চলটিতে হারিকেনের শক্তি নিয়ে নতুন করে আঘাত হানতে পারে ঝড়। হ্যামিল্টনে জারি হয়েছে জরুরি অবস্থা। বেশ কিছু এলাকায় বন্যা সতর্কতাও জানানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply