সংঘাত এড়ানোর ওপর জোর দিলেন বাইডেন-শি জিনপিং

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে সংঘাত এড়ানোর ওপর জোর দিয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) দুই নেতার বহুল প্রতীক্ষিত ভার্চুয়াল আলোচনায় বিষয়টি উঠে এসেছে। বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এটিই চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার প্রথম মুখোমুখি বৈঠক। খবর রয়টার্সের।

বাইডেনকে ‘পুরনো বন্ধু’ হিসেবে বর্ণনা করে শি জিনপিং বলেছেন, মানবাধিকার এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে যে চ্যালেঞ্জের মুখোমুখি তাদের হতে হচ্ছে, তা উৎরাতে দুই পক্ষ থেকেই যোগাযোগ আর সহযোগিতা বাড়াতে হবে।

এ সময় বাইডেন বলেন, আমার মনে হয় যুক্তরাষ্ট্র আর চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক শুধু আমাদের দুই দেশের ওপর নয়, সত্যি কথা বলতে, পুরো বিশ্বের ওপরই এটা প্রভাব ফেলে।

কোভিড-১৯ এর উৎস থেকে শুরু করে চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করাসহ নানান ঘটনায় ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে টানাপড়েন চলছে। দুই নেতার আলোচনার মাধ্যমে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশের বিরোধ খানিকটা হলেও প্রশমিত হবে বলে আশা বিশ্লেষকরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply