২০২২ সালের ডিসেম্বরে মেট্রোরেলের ১০-১২টি ট্রেন চালু হবে

|

আগামী বছরের ডিসেম্বরে দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ১০-১২টি ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকী।

মঙ্গলবার (১৬ নভেম্বর) মেট্রোরেল প্রকল্প পরিদর্শনের সময় প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক একথা জানান। এসময় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, আবদুর রাজ্জাক ও মেহেদি মিরাজ উপস্থিত ছিলেন।

এম এ এন সিদ্দিকী জানান, এই মুহূর্তে ৭ টি ট্রেন ট্রায়ালে আছে।

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে এই প্রকল্প আরও বেশি তরান্বিত করবে বলে জানান জাপানের রাষ্ট্রদূত। এছাড়া রাজধানীর যানজট নিরসনেও কার্যকরী হবে বলেও জানান ইতো নাওকি।

এদিকে জাতীয় ক্রিকেট দলের সদস্যরা এই প্রকল্পকে গর্বের উল্লেখ্য করে জানান, উন্নত দেশগুলোর সাথে ক্রমবর্ধমান প্রতিযোগিতায় বাংলাদেশও বিশেষ অংশীদার।

এসময় গণমাধ্যম কর্মী ও ক্রিকেটারদের প্রকল্প এলাকা ঘুরিয়ে দেখানো হয়। প্রদর্শনীর অংশ হিসেবে মেট্রোরেলের পরীক্ষামূলক চালনাও করা হয়


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply