স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফাইল চুরি: ৪ কর্মচারী বরখাস্ত

|

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের প্রকল্প ও ক্রয় কার্যক্রমের ১৭টি গুরুত্বপূর্ণ ফাইল চুরির ঘটনায় চার কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আলী নূর। সাময়িক বরখাস্তকৃতদের মধ্যে আছেন সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা ও যোশেফ সরদার এবং অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী ও মিন্টু মিয়া।

সচিব জানান, এই চারজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জিডির ভিত্তিতে অধিকতর তদন্তের জন্য গত ৩১ অক্টোবর উন্নয়ন শাখার ৬ কর্মচারীকে আটক করে সিআইডি।

চুরি হওয়া ফাইলের মধ্যে বিভিন্ন প্রকল্প ও ক্রয় সংক্রান্ত কার্যক্রমের তথ্য রয়েছে। ১৭ ফাইল চুরির আগেও একই শাখা থেকে ফাইল চুরির ঘটনা ঘটে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply