আসন্ন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ৭টি ভেন্যুতে। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এডিলেইড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনিতে অনুষ্ঠিত হবে আসন্ন বিশ্বকাপের আসর। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ও ১০ নভেম্বর এবং ফাইনাল ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
গত ১৪ নভেম্বর পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশকাপের এবারের আসরের। শিরোপা নির্ধারণীর ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেই অস্ট্রেলিয়ারই মাঠে।
সদ্য সমাপ্ত আসরের মতো আট দল নিয়ে শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। সেখান থেকে সেরা ৪ দল এবং র্যাংকিং এর শীর্ষ ৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার টুয়েলভের লড়াই।
এবারের আসরের শীর্ষ ৮ দলের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রথম রাউন্ডে খেলবে শ্রীলঙ্কা, উইন্ডিজ, নামিবিয়া ও স্কটল্যান্ড। এছাড়া বাছাইপর্ব থেকে আরও চারটি দল যোগ দেবে প্রথম রাউন্ডের খেলায়।
Leave a reply