বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ ও দুর্বল। তাই এই মুহূর্তে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করা জরুরি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানবিক দিক বিবেচনা করে হলেও খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হাসপাতালে ভর্তির পর থেকেই অবনতি হয় বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা। তাই মেডিকেল বোর্ডের পরামর্শে, রোববার (১৪ নভেম্বর) সকালেই সিসিইউতে নেয়া হয় তাকে। গত দু দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানা মহলে নানা তথ্য আসছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের সবশেষ আপডেট জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে প্রায় এক মাস চিকিৎসা নিয়ে গত ৭ নভেম্বর বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া। সপ্তাহ না পেরুতেই আবারও হাসপাতালে ভর্তি হতে হলো। মির্জা ফখরুল জানান, যে কোন পরিস্থিতির দায় নিতে হবে সরকারকেই।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নানা জটিলতা থাকায় এখন আর দেশে খালেদা জিয়ার চিকিৎসা করার মতো অবস্থা নেই। মানবিক দিক বিবেচনায় হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নিতে দিন। বিএনপি চেয়ারপারসনের কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে।
দীর্ঘদিন ধরেই আর্থাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। এপ্রিলের শুরুতে করোনা আক্রান্ত হওয়ার পর অবস্থা জটিল হয়। পল্টনের দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব।
Leave a reply