গ্রীষ্ম প্রধান দেশের কাঁঠাল একটি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর ফল। স্বাধীনতার পর পরই এই ফল জাতীয় ফল ঘোষণা দেয় বাংলাদেশ সরকার।
শুধু বাংলাদেশের নয়, কাঁঠাল শ্রীলঙ্কারও জাতীয় ফল। এই কাঁঠালকে সরকারি ফল হিসেবে ঘোষণা দিয়েছে ভারতের কেরালা রাজ্য।
কেরালার কৃষিমন্ত্রী ভি এস সুনীল কুমার বিধানসভায় এই ঘোষণা দিয়েছেন। রাজ্যের কৃষি দপ্তরের দেওয়া প্রস্তাব অনুসারে, কেরালা প্রশাসন এই অনুমোদন দিয়েছে।
এর আগে কনিকোন্নাকে সরকারি ফুল, ধনেশকে সরকারি পাখি, হাতিকে সরকারি পশু, এবং কারিমীনকে সরকারি মাছ হিসেবে ঘোষণা করেছিল ভারতের এই সর্ব দক্ষিণ-পশ্চিমের এই রাজ্যটি।
যমুনা অনলাইন: এফএইচ
Leave a reply