উগান্ডায় আইএস’র হামলা, তিন পুলিশ নিহত

|

ছবি: সংগৃহীত

উগান্ডার রাজধানীর স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় হামলা চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার (১৬ নভেম্বর) ঘটানো আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত তিন পুলিশ সদস্য হয়েছে। এছাড়া আরও কমপক্ষে ৩৩ জন আহত হয়েছ।

প্রশাসন বলছে, বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। কারণ পাঁচজনের অবস্থা সংকটাপন্ন। পার্লামেন্ট এবং পুলিশ সদর দফতরের সামনে মোটরবাইকে আসা ৩ হামলাকারী এই বিস্ফোরণ ঘটায়। তিন মিনিটের ব্যবধানে ধারাবাহিকভাবে বোমাগুলো ফাটায় আত্মঘাতী হামলাকারীরা। কাছাকাছি এলাকা থেকে চতুর্থ হামলাকারীকে শরীরে বোমা বাঁধা অবস্থায় আটক করে পুলিশ। শহরে সাঁড়াশি অভিযান চালিয়ে, আরও কিছু স্পর্শকাতর স্থানে নিষ্ক্রিয় করা হয় বোমা।

পুলিশ বলছে, এখনও রয়েছে বোমা বিস্ফোরণের ঝুঁকি। নিজস্ব গণমাধ্যম আমাক নিউজে এরইমধ্যে হামলার দায় স্বীকার করে নিয়েছে, জঙ্গি সংগঠন আইএস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply