মুসলিমদের টিকায় আগ্রহ বাড়াতে সালমানের সাহায্য নেবে মহারাষ্ট্রের সরকার

|

ছবি: সংগৃহীত

ভারতে করোনার প্রকোপ সবচেয়ে বেশি দেখা গিয়েছে যে সকল রাজ্যে, তার মধ্যে সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। এখন পুরো বিশ্বের মতো ভারত সরকারেরও একমাত্র লক্ষ্য দেশবাসীকে করোনা টিকা দেয়া, যাতে এই পরিস্থিতির সঙ্গে লড়াইয়ে একধাপ এগিয়ে থাকা যায়। কিন্তু মহারাষ্ট্র রাজ্যের মুসলিমদের একটা বড় অংশের মধ্যে করোনা টিকা নেয়ার অনীহা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।

তোপে জানান, ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, তবে রাজ্যের বেশ কিছু এলাকাতে টিকা গ্রহণের হার একদম তলানিতে। এই মন্ত্রী জানান, মুসলিমপ্রাধান্য রয়েছে সে সকল এলাকায় সেখানে টিকা নেয়ার ক্ষেত্রে অনেকেই দ্বিধাগ্রস্ত। আমরা ঠিক করেছি সালমান খান এবং অন্যান্য ধর্মীয় নেতাদের মাধ্যমে তাদের সিদ্ধান্তে বদল আনবার চেষ্টা করা হবে। চলচ্চিত্র অভিনেতা এবং ধর্মগুরুদের কথা সাধারণত মানুষ শোনে।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত রাজ্যে ১০ কোটি ২৫ লাখ কোভিড টিকার ডোজ দেয়া হয়েছে। করোনার প্রভাব এখন অনেকটাই নিয়ন্ত্রণে, তবে মন্ত্রী সকলকে করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৮৬ জন, এতে মহারাষ্ট্রে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৬ লাখ ২৫ হাজার ৮২৭ জন। এবং করোনায় প্রাণ হারিয়েছেন মোট এক লাখ ৪০ হাজার ৬৩৬ জন।

সূত্র: হিন্দুস্তান টাইমস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply