নাইজেরিয়ায় স্কুল থেকে অপহরণের এক মাস পর ১১০ জন স্কুলছাত্রীর মধ্যে ১০১ জনকে ফিরিয়ে দিয়েছে বোকো হারাম জঙ্গিরা। বাকিদের ভাগ্যে কী ঘটেছে, তা জানা যায়নি এখনও।
নাইজেরিয়ার তথ্যমন্ত্রী লাই মোহাম্মদ জানিয়েছেন, মুক্তিপণ ছাড়া নিঃশর্তভাবেই ফেরত দেয়া হয়েছে তাদের। বলা হয়, বুধবার গভীর রাতে দাপচি শহরে নয়টি গাড়িতে করে মেয়েদের নিয়ে আসে জঙ্গিরা। নামিয়ে দিয়ে যায় শহরের কেন্দ্রে। যাওয়ার সময় কন্যা সন্তানদের স্কুলে না পাঠাতে স্থানীয়দের সতর্কও করে যায় তারা। এর আগে ২০১৪ সালে চিবকের একটি স্কুল থেকে ২৭২ ছাত্রীকে অপহরণ করে জঙ্গিরা।
Leave a reply