নিউজিল্যান্ডে খনি বিস্ফোরণের ১১ বছর পর মরদেহের সন্ধান

|

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের এক কয়লা খনিতে বিস্ফোরণের ১১ বছর পর সেখানে দু’টি মরদেহের সন্ধান মিলেছে। ২০১০ সালের ওই দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছিল।

সাউথ আইল্যান্ডের পাইক রিভার খনিতে হয় দেশটির ইতিহাসের ভয়াবহতম ওই খনি দুর্ঘটনা। মিথেন গ্যাস আটকে একের পর এক বিস্ফোরণে আটকে যায় গুহার মুখ। কেবল দুই শ্রমিক বের হতে সক্ষম হন। নিরাপত্তা ঝুঁকির কারণে দীর্ঘ ৯ বছর ওই এলাকায় ঢুকতে দেয়া হয়নি কাউকে।

নিখোঁজ শ্রমিকদের পরিবারের আর্জির কারণে ২০১৯ সালে সেখানে প্রবেশ করেন তদন্তকারীরা। বিশেষ ক্যামেরার সাহায্যে মঙ্গলবার খনির গভীরে মরদেহের অবস্থান শনাক্ত করেন তারা। আশপাশেই আরও একটি মরদেহের অস্তিত্ব আছে বলেও ধারণা তাদের। তবে খনিমুখ থেকে দূরত্ব অনেক বেশি হওয়ায় মরদেহগুলো উদ্ধারের সুযোগ নেই বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply