নবির কাছে শীর্ষস্থান হারালেন সাকিব

|

ছবি: সংগৃহীত

শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এরই মধ্যে টি-টোয়েন্টির সবশেষ র‍্যাংকিংয়ের হালনাগাত প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর এতেই অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান।

অন্যদিকে বিশ্বকাপের চলতি পথে আফগানিস্তানের মোহাম্মদ নবির সাথে যৌথভাবে শীর্ষস্থান দখল করেন সাকিব। সর্বশেষ র‍্যাংকিংয়ে সাকিবকে দুইয়ে ঠেলে নবি এককভাবে শীর্ষে অবস্থান করছেন।

এই ক্যাটাগরিতে তিন নাম্বারে আছেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। চারে গ্লেন ম্যাক্সওয়েল ও পঞ্চম স্থানে ওয়ানিন্দু হাসারাঙ্গা। শীর্ষ দশে প্রবেশ করেছেন মঈন আলী ও মিচেল মার্শ।

বিশ্বকাপে বল হাতে দারুণ পারফর্ম করা অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা বোলারদের র‍্যাংকিংয়ে ছয় নম্বর থেকে উঠে এসেছেন তিন নম্বরে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখা হ্যাজলউড বোলারদের র‍্যাংকিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন।

ব্যাটারদের তালিকায় শীর্ষে বাবর আজম আর বোলারদের তালিকায় এক নাম্বারে আছেন লঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply