প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলীয় প্রতীক দেয়ার কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘাত হচ্ছে, কথাটি ঠিক নয়। তবে কোনো সংঘাতই গ্রহণযোগ্য নয়।
বুধবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সম্প্রতি যুক্তরাজ্য ও ফ্রান্স সফর সম্পর্কে অবহিত করতে গণভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, কোথাও কোথাও সংঘাত হচ্ছে। আওয়ামী লীগ শুধু চেয়ারম্যান পদে দলীয় প্রতীক দিয়েছে। তবে মেম্বার পদেও তো নির্বাচন হচ্ছে। সংঘাত সেখােনও হচ্ছে। তাছাড়া বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও তাদের প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছে। সুতরাং দলীয় প্রতীক দেওয়ার কারণে সংঘাত হচ্ছে- কথাটি মোটেও ঠিক নয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো নির্বাচনী সহিংসতা সরকার চায় না। তবে এই সহিংসতায় আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
Leave a reply