বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার যতটুকু ক্ষমতা তা আমি করেছি, এখন এটি আইনের ব্যাপার।
আজ বুধবার (১৭ নভেম্বর) গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব একথা বলেন।
প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, সাবেক বিরোধী দলীয় নেতার চিকিৎসার বিষয়টি এখন ব্যাপকভাবে আলোচিত এ ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা?
এ প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে দিয়েছি, চিকিৎসা করতে দিয়েছি এটাই কি বেশি না? আপনাকে যদি কেউ হত্যা করার চেষ্টা করতো আপনি কি তাকে গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসতেন? বা আপনার পরিবারকে যদি কেউ হত্যা করতো, আর সেই হত্যাকারীকে যদি কেউ বিচার না করে পুরস্কৃত করে বিভিন্ন দূতাবাসে চাকরি দিতো তাদের জন্য আপনি কী করতেন?
তিনি বলেন, ‘আর গ্রেনেড হামলার পর বলা হলো, আমি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে নিজেই নিজেকে মেরেছিলাম। কোটালিপাড়ার যে গ্রেনেড হামলা সেটার আগে তারা বলেছিলো, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা বিরোধী দলের নেতাও হতে পারবে না। ভেবেছিল তো মরেই তো যাবো। এখন রাখে আল্লাহ মারে কে? তারপরেও খালেদা জিয়ার জন্য এতো দয়া দেখাতে বলেন?
প্রধানমন্ত্রী বলেন, কেউ এ প্রশ্ন করলে আমার মনে হয় আপনাদের একটু লজ্জা হওয়া উচিত। যারা আমার বাবা, মা, ভাই, আমার ছোট ভাই রাসেলকে পর্যন্ত হত্যা করেছে। তারপরেও আমরা অমানুষ না, অমানুষ না বলেই তাকে আমরা অন্তত তাকে তার বাসায় থাকার ও চিকিৎসা করার ব্যবস্থা করে দিয়েছি, বাকিটা আইনগত ব্যাপার।
এসময় শেখ হাসিনা আরও বলেন, গ্রেনেড হামলায় আমাদের ২২ জন মানুষ মারা গেছে, কিন্তু পার্লামেন্টে আমাদের আলোচনা করতে দেয়নি। আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করতে পারিনি। এতো বড় অমানবিক যে তাকেও আমি মানবতা দেখিয়েছি আর কত চান? আর কত চান আমাকে বলেন?
তিনি বলেন, এখানে আমার কিছু করার নাই। আমি যেটুকু করার সেটুকু আমি করেছি। এটা এখন আইনের ব্যাপার।
Leave a reply