Site icon Jamuna Television

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি

ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় জারি হয়েছে জরুরি অবস্থা। উদ্ধার তৎপরতায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

৫শ’ বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি বলে বর্ণনা করেছেন প্রদেশটির প্রধানমন্ত্রী জন হরগ্যান। গত কয়েকদিনের টানা ভারি বৃষ্টি ও ঝড়ের প্রভাবে ব্রিটিশ কলাম্বিয়ায় তৈরি হয় ভয়াবহ বন্যা পরিস্থিতি। বিধ্বস্ত রাস্তাঘাট-বাড়িঘর। বেশ কিছু এলাকায় বন্ধ হয়ে যায় রেল যোগাযোগও। ভূমিধসও হয়েছে একাধিক এলাকায়। এতে মৃত্যু হয়েছে এক জনের। নিখোঁজ রয়েছেন আরও দু’জন।

দুর্গত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে কয়েক হাজার মানুষকে। ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে সবচেয়ে বড় সমুদ্রবন্দর ভ্যাঙ্কুয়েভারে যাবার পথ। সবচেয়ে বিপদে রয়েছে প্রত্যন্ত পাহাড়ি এলাকার বাসিন্দারা। এদিকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ইউএইচ/

Exit mobile version