ব্রাহ্মণবাড়িয়ার রাস্তায় বের হলেই দেখা মিলতে পারে গোখরা সাপের সাথে

|

বাড়ি থেকে বের হলেই পথে-ঘাটে যেকোনো সময় দেখা হতে পারে বিষধর গোখরা সাপের সাথে। হ্যাঁ, প্রতিনিয়ত এমন আতঙ্কে দিন কাটছে ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষের। কীটনাশক ছিটিয়েও মিলছে না প্রতিকার। আতঙ্ক থেকে রেহাই পেতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান স্থানীয়দের।

হাওর অধ্যুষিত এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সম্প্রতি উৎপাত বেড়েছে বিষধর সরীসৃপের। হঠাৎই দেখা দিচ্ছে গোখরা সাপ। সাপের ভয়ে অনেক জায়গায় লাল ঝাণ্ডা বসিয়েছে স্থানীয়রা। সাপের বিচরণ ঠেকাতে ব্লিচিং পাউডার ছিটানোর হিড়িক পড়েছে।

ভুক্তভোগীরা জানান, শিশুদের নিয়ে আতঙ্কে থাকতে হয়। যেহেতু তারা সাপের বিষয়ে অজ্ঞ না সেহেতু যেকোনো সময় বিপদ হতে পারে। এছাড়াও, রাতের অন্ধকারে চলাচল করতেও অসুবিধা।

কী কারণে সাপের হঠাৎ উৎপাত জানা নেই কারও। সমস্যা সমাধানে সবধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার।

নাসিরনগরের ইউএনও হালিমা খাতুন বলেন, প্রাথমিকভাবে কার্বলিক অ্যাসিড ছিটিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি সাপগুলো যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কারেন্ট জাল ব্যবহার করা হচ্ছে। এছাড়াও জনগণকে সর্তক করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply