গ্রিসে নিরাপত্তা বাহিনীর সাথে মিছিলকারীদের সহিংসতা

|

ছবি: সংগৃহীত

গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর হেজালোনিকিতে সংঘাতে জড়ালো শান্তিপূর্ণ বিক্ষোভকারী এবং পুলিশ। বুধবার একনায়ক শাসনামল সমাপ্তির ৪৮ বছর পূর্তিতে ছিল বিশাল আয়োজন। শহরটিতে শান্তিপূর্ণ মিছিলে নামেন ১৪ হাজারের মতো মানুষ।

পুলিশ সদস্যদের লক্ষ্য করে পেট্রোল বোমা ছোঁড়ে কিছু তরুণ। যা ঠেকাতে টিয়ারগ্যাস এবং জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় কেউ আহত হননি, নাশকতা ছড়ানোয় আটক করা হয়েছে কমপক্ষে ২০ জনকে।

একইরকম সহিংসতা ছড়ায় রাজধানী এথেন্সেও। সেখানে মিছিল করেন ২০ হাজারের বেশি মানুষ। বর্ষপূর্তিতে গণ্ডগোল ছড়ানোর আশঙ্কায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত পাঁচ হাজার সদস্যকে মোতায়েন করা হয় বিভিন্ন শহরে।

১৯৭৩ সালে একনায়কতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেয় গ্রিক শিক্ষার্থীরা। সেসময় রক্তক্ষয়ী সংঘাতে প্রাণ হারান কমপক্ষে ২০ জন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply