ভুটানের ভূমি দখল করে গ্রাম তৈরি করেছে চীন

|

ছবি: সংগৃহীত

এবার ভুটানের ভূখণ্ডে চীনের অনুপ্রবেশের ছবি ধরা পড়লো স্যাটেলাইটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ভুটানের ভূমি দখল করে এক বছরে চারটি গ্রাম তৈরি করেছে বেইজিং। স্যাটেলাইটের ছবিতে দেখা যায় প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গ্রামগুলোর অবস্থান। বিতর্কিত ডোকলাম সীমান্ত এলাকার কাছাকাছি এসব গ্রাম গড়ে তোলা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৭ সালে ডোকলামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে দফায় দফায় সামরিক উত্তেজনা ছড়ায়। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বেইজিং।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply