কে কে ঠাঁই পেলেন ‘আনপ্রেডিক্টেবল’ ২০২১ সালের সেরা ৫০ ফুটবলার তালিকায়?

|

বর্তমান ক্রীড়া ক্যালেন্ডারের সেরা পুরুষ ফুটবলারদের তালিকা তৈরিতে ফুটবল-ভক্তদের ভোট আহ্বান করেছিল গোল ডট কম। তার ফলাফলের ভিত্তিতেই ২০২১ সালের সেরা ৫০ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে তারা। স্বভাবতই তা উসকে দিয়েছে নতুন কিছু আশা, নতুন কিছু বিতর্ক আর উসকে দিয়েছে চায়ের কাপে ঝড়।

এবারের তালিকাটি আরও বেশি আগ্রহোদ্দীপিক ছিল মূলত চলতি মৌসুমের অদ্ভুত প্রকৃতির জন্যই! সেরার একাধিপত্য কায়েমের একটি বা গুটিকয়েক নামের বদলে এবারে বলতে হচ্ছে অনেকগুলো নাম। কারণ বছর জুড়েই তারা একে অপরের সাথে টক্কর দিয়ে গেছে প্রায় সমানে সমান।

এদিকে লিওনেল মেসি আর রোনালদো- দুজনেই যোগ দিয়েছেন নতুন ক্লাবে। ফলে স্মরণকালের ইতিহাসে প্রথমবারের মতো এই দুই সর্বকালের সেরার রাজত্বকে চ্যালেঞ্জ জানানোর একটা মোক্ষম মওকা হাজির হয়েছে। তাই মোহাম্মদ সালাহ, রবার্ট লেওয়ানডস্কি, করিম বেনজেমাদের নামগুলো এবার অন্য সময়ের চেয়ে অনেক বেশি জ্বাজ্জ্বল্যমান।

তবে যত যা-ই হোক, সেরার চূড়ান্ত মুকুট দিনশেষে জুটেছে মেসির মাথাতেই। নতুন দল পিএসজিতে এসে এখনও লিগ ওয়ানে গোলের খাতা খুলতে না পারলেও ‘ক্লাস ইজ পার্মানেন্ট’ বিবেচনায় অবশ্য ভক্তদের মনোনয়ন ঠিকই বাগিয়ে নিয়েছেন তিনি।

তবে চলুন, দেখা নেয়া যাক সেই তালিকা-

(১) লিওনেল মেসি (পিএসজি)
(২) ক্রিশ্চিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড)
(৩) রবার্ট লেওয়ানডস্কি (বায়ার্ন মিউনিখ)
(৪) মোহাম্মদ সালাহ (লিভারপুল)
(৫) কিলিয়াম এমবাপ্পে (পিএসজি)
(৬) আর্লিন হল্যান্ড (বরুশিয়া ডর্টমুন্ড)
(৭) করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ)
(৮) এন’গলো কান্ট (চেলসি)
(৯) কেভিন ডে ব্রুয়েন (ম্যানচেস্টার সিটি)
(১০) নেইমার (পিএসজি)

(১১) লুইস সুয়ারেজ (আতলেটিকো মাদ্রিদ)
(১২) রোমেলু লুকাকু (চেলসি)
(১৩) আহহেল ডি মারিয়া (পিএসজি)
(১৪) ব্রুনো ফার্নান্ডেজ (ম্যানচেস্টার ইউনাইটেড)
(১৫) জশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ)
(১৬) পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড)
(১৭) সন হিউং-মিন (টটেনহ্যাম হটস্পার্স)
(১৮) হারি কেন (টটেনহ্যাম হটস্পার্স)
(১৯) জিয়ানলুইজি দোনারুম্মা (পিএসজি)
(২০) এদুয়ার্দো মেন্দি (চেলসি)

(২১) আশরাফ হাকিমি (পিএসজি)
(২২) জর্জিনিয়ো (চেলসি)
(২৩) ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি)
(২৪) জ্যান ওবল্যাক (আতলেটিকো মাদ্রিদ)
(২৫) ফেদেরিকো চিসা (ইউভেন্তাস)
(২৬) পেদ্রি (বার্সেলোনা)
(২৭) লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান)
(২৮) রিয়াদ মাহরেজ (ম্যানচেস্টার সিটি)
(২৯) রুবেন ডায়াস (ম্যানচেস্টার সিটি)
(৩০) জর্জিও চিয়েল্লিনি (ইউভেন্তাস)

(৩১) ম্যাসন মাউন্ট (চেলসি)
(৩২) কাই হাভার্তজ (চেলসি)
(৩৩) মেম্ফিস ডিপে (বার্সেলোনা)
(৩৪) লিওনার্দো বোনুচ্চি (ইউভেন্তাস)
(৩৫) কেইলর নাভাস (পিএসজি)
(৩৬) রহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি)
(৩৭) ইলকেই গুনডোগান (ম্যানচেস্টার সিটি)
(৩৮) লরেনো ইনসাইন (নাপোলি)
(৩৯) জ্যাক গ্রিলিশ (ম্যানচেস্টার সিটি)
(৪০) এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা)

(৪১) দানি আলভেজ (বার্সেলোনা)
(৪২) ক্রিস্টিয়ান পুলিসিক (চেলসি)
(৪৩) ল্যুক শ (ম্যানচেস্টার ইউনাইটেড)
(৪৪) কোক (আতলেটিকো মাদ্রিদ)
(৪৫) নিকোলা বারেলা (ইন্টার মিলান)
(৪৬) জেরার্ড মরেনো (ভিয়ারিয়াল)
(৪৭) হাল্ক (আতলেটিকো মিনেরো)র
(৪৮) বুরাক ইলমাজ (লিলে)
(৪৯) মোহাম্মদ শরীফ (আল আহলি)
(৫০) তাকেফুসা কুবো (রিয়াল মাদ্রিদ, ধারে রিয়াল মালোর্কাতে)


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply