মালদ্বীপের জরুরি অবস্থা প্রত্যাহার

|

মালদ্বীপে টানা ৪৫ দিনের জরুরি অবস্থা তুলে নিলেন, প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে বৃহস্পতিবার প্রকাশিত হয় এ বিষয়ক বিবৃতি।

এর আগে, সরকার উৎখাত করার ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম, দুই বিচারপতি, শীর্ষস্থানীয় বিচারিক কর্মকর্তাসহ ৯ জনের বিচার শুরু করে সর্বোচ্চ আদালত।

বুধবার, তাদের সবার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। এছাড়া, দুই বিচারপতির বিরুদ্ধে ঘুষ গ্রহণের বিনিময়ে প্রেসিডেন্টকে অপসারণেরও অভিযোগ আনা হয়। এসব অভিযোগ প্রমাণিত হলে, সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড হবে তাদের।

ফেব্রুয়ারি মাস থেকে দেশটির শাসন ব্যবস্থা ঘিরে চলছে অস্থিরতা। প্রেসিডেন্ট বিরোধী আন্দোলন শুরু হলে, শীর্ষ পর্যায়ের বিচারপতি ও রাজনীতিকদের গ্রেফতার করে ইয়ামিন প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply