‘ইরান-সংশ্লিষ্ট’ ব্ল্যাক শ্যাডো হ্যাকার্স গোষ্ঠীর হয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর ওপর গোয়েন্দা নজরদারির চালানোর চালঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে মন্ত্রীর এক গৃহকর্মীর বিরুদ্ধে।
ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওমরি গোরেন গোরোচভস্কি নামের সেই ৩৭ বছর বয়সী অভিযুক্ত ঐ ব্যক্তি লোদ শহরের বাসিন্দা। গত ৪ নভেম্বর তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
গোরোচভস্কির গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী এর আগেও তিনি ব্যাংক ডাকাতিসহ বেশ কিছু অভিযোগে পাঁচ বছর জেল খেটেছেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ইসরায়েলি নিরাপত্তা-ব্যবস্থার নিশ্ছিদ্রতা নিয়ে। কেননা এমন একজন দাগী আসামীই কিনা পরিচ্ছন্নকর্মীর কাজ করতেন সবচেয়ে স্পর্শকাতর মন্ত্রণালয়টির মন্ত্রী বেনি গ্যান্টজ্-এর বাসায়!
পৃথক বিবৃতিতে অবশ্য দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট জানায়, গোরোচভস্কি কখনোই কোনো ‘সে ধরনের কোনো তথ্য’ পেতে সক্ষম হয়নি, ফলে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করতেও সে সফল হয়নি।
প্রসঙ্গত, গত মাসেই ইসরায়েলের একটি সার্ভারে সাইবার হামলার দাবি করে ব্ল্যাক শ্যাডো হ্যাকার্স। গোরোচভস্কির চার্জশীটে ঐ হ্যাকার গ্রুপটিকে ‘ইরান-সংশ্লিষ্ট’ বলে উল্লেখ করা হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ, টেলিগ্রাম নামে বার্তা ও নথি আদানপ্রদানের অ্যাপে গত ৩১ অক্টোবর ব্ল্যাক শ্যাডো হ্যাকার্সের সাথে যোগাযোগ করেন তিনি। সেখানে টাকার বিনিময়ে ইউএসবি ডিভাইস ব্যবহার করে মন্ত্রীর বাড়ি থেকে গোপনীয় তথ্য বের করে সেগুলো পাচার করার প্রস্তাব দেন। শুধু তা-ই নয়, হ্যাকার গ্রুপের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা বাড়াতে মন্ত্রীর ছবিসহ বেশ কিছু ব্যবহার্য জিনিসের ছবি তুলেও পাঠান গোরোচভস্কি।
উল্লেখ্য, ব্ল্যাক শ্যাডো হ্যাকার্সের সাথে আনুষ্ঠানিকভাবে ইরানের সংশ্লিষ্টতার কোনো প্রত্যক্ষ প্রমাণ না থাকলেও ইসরায়েলের ইন্টারনেট অবকাঠামোতে বেশ অনেকবারই হামলার কারণে খবরের শিরোনাম হয়েছে হ্যাকার গ্রুপটি। সূত্র রয়টার্স ও হিন্দুস্তান টাইমস।
Leave a reply