চীনের হুমকির মুখে যুদ্ধবিমান মোতায়েন করলো তাইওয়ান

|

চীনের ক্রমাগত হুমকির মুখে নিজ আকাশসীমায় ৬৪টি এফ-সিক্সটিন ভাইপার যুদ্ধবিমান মোতায়েন করলো তাইওয়ান।

সক্ষমতা বাড়াতে মার্কিন প্রতিরক্ষা খাতের সহযোগিতা নিয়ে বিমানগুলো উন্নত করা হচ্ছে বলে জানিয়েছেন জানান প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। ব্যবহার করা হয়েছে ৯০ দশকের ওয়ান ফোরটি ওয়ান এফ-সিক্সটিন মডেলের জেটের যন্ত্রাংশ। ২০২৩ সাল নাগাদ শেষ হবে সংস্কার কাজ।

নতুন বিমানগুলো রাডারের সংকেত স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করার সক্ষমতা রাখে। অস্ত্রসমৃদ্ধ করার পাশাপাশি উন্নত করা হয়েছে জিপিএস নেভিগেশনও। একযোগে ২০টি লক্ষ্যে হামলা চালাতে পারবে জেটগুলো। তাইওয়ানের অভিযোগ, চলতি বছর কয়েকদফা আকাশসীমা লঙ্ঘন করেছে চীন। যা স্পষ্টতই তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply