ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রেফারি বরখাস্ত

|

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রেফারিকে গুরুতর ভুলের জন্য বরখাস্ত করেছে লাতিন আমেরিকার ফুটবল সংস্থা, কনমেবল। মাঠে হওয়া ফাউলের জন্য হলুদ কার্ডের নির্দেশ থাকলেও তা না দেয়ায় লাতিন আমেরিকার রেফারিং থেকে সরিয়ে দেয়া হয়েছে আন্দ্রেস কুনহাকে।

আর্জেন্টিনার নিকোলাস ওটামেন্ডি ও ব্রাজিলের রাফিনহার একটি সংঘর্ষকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বল দখলের লড়াইয়ে রাফিনহার মুখে সজোরে কনুইয়ের আঘাত করেন ওটামেন্ডি। মুখে হাত দিয়ে বসে পড়েন রাফিনহা। মুখ দিয়ে রক্ত বের হতে থাকে তার। বিরতিতে তার মুখে পাঁচটি সেলাইও দিতে হয়েছে।

কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এস্তেবান ওস্তোজিচ মাঠে থাকা রেফারি আন্দ্রেস কুনহাকে ওটামেন্ডিকে হলুদ কার্ড দেখানো নির্দেশ দিলেও এতে পাত্তা দেননি কুনহা। এই অপরাধে দুজন রেফারিকেই সরিয়ে দিয়েছে লাতিন আমেরিকার ফুটবল সংস্থা, কনমেবল। ব্রাজিল জানিয়েছে, ফিফায় আবেদন করে আর্জেন্টিনার খেলোয়াড় ওটামেন্ডিকেও বাদ দেয়ার দাবি জানাবে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply