ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিরাপরাধ বেসামরিক নাগরিক মৃত্যুর ঘটনায় আবারও উত্তাল কাশ্মির। অভিযোগ উঠেছে, বিচ্ছিন্নতাবাদ এবং সন্ত্রাসবিরোধী অভিযানের সময় এনকাউন্টারে ২ নিরাপরাধ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এমনকি অভিযানে ওই ব্যবসায়ীকে মানবঢাল হিসেবে ব্যবহার করা হয়। নিহতদের মরদেহ স্বজনদের কাছে ফেরত দেয়া হয়নি। এ ঘটনায় কাশ্মিরের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।
তীব্র শীত উপেক্ষা করেই রাজপথে নেমেছে শ্রীনগরসহ বিভিন্ন এলাকার কাশ্মিরিরা। বিক্ষোভকারীদের অভিযোগ, নিহত দুই ব্যবসায়ীর সাথে বিচ্ছিন্নতাবাদীদের কোনো সম্পৃক্ততা ছিল না। অভিযানের সময় মানবঢাল হিসেবে ব্যবহার করার পর এনকাউন্টারে তাদের হত্যা করা হয়েছে। এমনকি নিহতদের মরদেহ স্বজনদের দেয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের।
নিহতদের স্বজনরা বলছেন, ইতোপূর্বে হায়দারপোরা এনকাউন্টারের মতো ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, তাই তাদের এই প্রতিবাদ। তারা অভিযোগ করেন, তাদের ওই শান্তিপূর্ণ কর্মসূচিতেও বাধা দেয়া হয়েছে। তারা বলেন, আমাদের শুধু একটাই দাবি, নিহতদের মরদেহ ফেরত পাওয়া। যেন আমরা তাদের দাফন করতে পারি। দাফনের জন্য মরদেহ ফেরত চাওয়াটা নিশ্চয়ই অপরাধ নয়!
বৃহস্পতিবারের অভিযানে নিহত হয় মোট ৪ জন। এদের মধ্যে মুদাসসির গিল ও আলতাফ বাট ছিলেন ব্যবসায়ী। পুলিশের দাবি তাদের সাথেও বিচ্ছিন্নতাবাদীদের যোগসাযশ ছিলো, এবং ক্রসফায়ারে তাদের মৃত্যু হয়। তারা বলেন, আমরা জানি না কার বুলেটে তার মৃত্যু হয়েছে। হতে পারে পুলিশের গুলিতে বা বিচ্ছন্নতাবাদীদের গুলিতে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত হয়ে কিছুই বলা যাচ্ছে না।
এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুরু হয়েছে তদন্ত।
Leave a reply