হবিগঞ্জে পূর্ব বিরোধের জেরে টোটাযুদ্ধ; আহত অর্ধশতাধিক

|

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার তালিবপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।

আজ শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় টেটাবিদ্ধ অন্তত ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহত সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তালিবপুর গ্রামের মফিজুল
ইসলাম ও ফয়েজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বছরখানেক আগে জমিতে
গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ হয়। পরবর্তীতে সালিশ-বৈঠকে বিরোধ
নিষ্পত্তি হলেও এর রেশ রয়ে যায়।

আজ দুপুরে মফিজুল ইসলামের ভাতিজা তৌহিদুল ইসলাম জমিতে কাজ করতে গেলে ফয়েজ মিয়ার লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তৌহিদকে মারধোর করে তারা। এর জের ধরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষে নারীসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply