শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৬ পুলিশকে প্রত্যাহার

|

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চুয়াডাঙ্গা সদর থানার ৫ সহকারী উপ-পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে দুই সদস্যর কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার ১১টায় তাদেরকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে দেওয়া হয়। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান, ইন্দ্রজিৎ সরকার, রমেন দাস, কামরুর হোসেন, ইউসুফ আলী ও কনস্টেবল জসিম উদ্দীন।

জেলা পুলিশ সুপার জানান, সাদা পোশাকে অভিযান না চালানোর ব্যাপারে নিদের্শনা রয়েছে। ওই ৬ পুলিশ সদস্য ঊর্দ্ধতন কর্মকর্তাদের না জানিয়ে জীবননগর থানায় অভিযান চালায়। তাদের বিরুদ্ধে বেশ কয়েকজনকে মারধোরের অভিযোগ পাওয়া গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply