জয়ের জন্য মিডল অর্ডারকে কৃতিত্ব দিলেন বাবর

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম কৃতিত্ব দিলেন দলের মিডল অর্ডারকে। এছাড়া ডেথ ওভারে বোলিং আরও ভালো হতে পারতো পাকিস্তানের, এমনটাই বলেছেন তিনি।

ম্যাচ শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বাবর বলেন, ব্যাট করার জন্য উইকেটটা বেশ কঠিন ছিল। তাই কৃতিত্ব দিতে হয় আমাদের মিডল অর্ডারকে, যেভাবে ফখর জামান, খুশদিল ও নাওয়াজ ব্যাট করেছে-সেটাই আমাদের জয় পেতে সাহায্য করেছে।

আরও ক্ষুরধার বোলিং করা উচিত ছিল তার দলের, এমনটাই মনে করেন পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, বোলিংয়ে আরও ধারালো হতে পারতাম। সেটা পারিনি আমরা। শেষদিকে অতিরিক্ত ১৫-২০ রান হজম করেছি আমরা। বাংলাদেশকে আরও কম রানের মধ্যেই আটকে রাখা যেত। তবে ক্রিকেটে এমনটা ঘটতেই পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply