পাকিস্তানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড’র আইন পাস

|

ছবি: সংগৃহীত।

ধর্ষকদের দ্রুত সাজা দেয়ার জন্য নতুন একটি আইন পাস করেছে পাকিস্তানের সংসদ। এই আইনে গণ- ধর্ষণের দায়ে দোষীদের মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে। এই আইনে বলা হয়েছে, ধর্ষণ এবং যৌন নির্যাতনের দ্রুত বিচারের জন্য পাকিস্তান সরকার দেশজুড়ে বিশেষ আদালত স্থাপন করবে। চারমাসের মধ্যে এসব বিচার শেষ করার লক্ষ্য থাকবে।

পাকিস্তানী সংবাদমাধ্যম ডন’র প্রতিবেদনে জানা যায়, পাকিস্তানে সাম্প্রতিক সময়ে নারী ও শিশু ধর্ষণ বেড়ে যাওয়ায় এই কঠোর আইন পাস করা হয়েছে। তবে শরীরে রাসায়নিক প্রয়োগ করে খোজা করে দেয়ার বিধান প্রস্তাব করা হয়েছিল, সেটি শেষ মুহূর্তে বাতিল করা হয়।

গত ডিসেম্বর থেকে দেশটির প্রেসিডেন্টের এক অধ্যাদেশ’র বলে এই শাস্তির বিধান করা হয়েছিল। কিন্তু এ নিয়ে আইন প্রণয়নের জন্য সংসদে উত্থাপন করা হলে সেটি অন্তর্ভুক্ত করা হয়নি। গত বছর, শরীরে রাসায়নিক প্রয়োগের মাধ্যমে ধর্ষকদের খোজা করে দেয়ার আইন প্রণয়ন করতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

তবে পাকিস্তানের ইসলামিক মতাদর্শিক কাউন্সিল মত দিয়েছে রাসায়নিক প্রয়োগের মাধ্যমে ধর্ষকদের খোজা করার বিষয়টি ইসলাম-সম্মত নয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply