১৫ বছর পর তাবারেজকে কোচের পদ থেকে বরখাস্ত করলো উরুগুয়ে

|

ছবি: সংগৃহীত

২০২২ বিশ্বকাপ নিশ্চিত করার বাছাইপর্বে উরুগুয়ের পারফরম্যান্স একদমই ভাল না। কনমেবল অঞ্চলের বাছাইপর্বে লুইস সুয়ারেজরা আছে টেবিলের ৭ নাম্বারে। পরিস্থিতি এমন থাকলে বিশ্বকাপের টিকিট পাওয়া অনিশ্চিত উরুগুয়ের। দলের এমন পরিস্থিতিতেই দীর্ঘ ১৫ বছর কোচিং করানোর পর বরখাস্ত হলেন বর্ষীয়ান কোচ অস্কার তাবারেজ।

শুক্রবার (১৯ নভেম্বর) রাতে তাবারেজকে বরখাস্ত করে উরুগুয়ের ফুটবল ফেডারেশন। এর মাধ্যমে ২০০৬ সালের পর উরুগুয়ে ফুটবলে ‘তাবারেজ অধ্যায়’ শেষ হলো। নতুন কোচের বিষয়ে এখনও কিছু জানা জায়নি।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপে সরাসরি খেলতে পারে চারটি দল। এরইমধ্যে শীর্ষ দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। পঞ্চম হওয়া দলকে খেলতে হয় আন্ত:মহাদেশীয় প্লে অফ। তাই উরুগুয়েকে পরবর্তী ম্যাচগুলো জিতে শীর্ষ পাঁচে থাকলেই হবে না বরং হার কামনা করতে হবে কলম্বিয়া, চিলি ও পেরুর মত দেশগুলোর।

অবশ্য তাবারেজকে সরানোর সিদ্ধান্তটা সহজ ছিল না। বিষয়টি স্বীকার করেছে উরুগুইয়ান ফুটবল ফেডারেশনও। এক বিবৃতিতে জানিয়েছে, দেশের ফুটবলে এমন অসামান্য অবদান যার, তাকে সরানোর সিদ্ধান্তটা সহজ নয়। বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতের দিকে তাকিয়েই আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তাবারেজকে সরানো মানেই উরুগুয়ের ফুটবলে তার অবদান অস্বীকার করা নয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply