হাসপাতাল পরিষ্কারে ঝাড়ু হাতে ডাক্তার-কর্মচারিরা

|

ডাঃ মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী, কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। শুধু কর্মচারিরা নয় নিজেও ঝাড়ু নিয়ে নেমে পড়েন হাসপাতালসহ আঙ্গিনা পরিষ্কারে। আর এজন্য ঘোষণা করেন বিশাল পরিচ্ছন্নতা দিবস। আজ শুক্রবার সকালে এই কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার হিসেবে সরকারি বন্ধ থাকলেও নিজেই ডাক্তার ও কর্মচারি নিয়ে হাসপাতাল ও কক্সবাজার মেডিকেল কলেজের (অস্থায়ী ক্যাম্পাস) চারিদিকে জমে থাকা বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এমন মহতী উদ্যোগ দেখে হাসপাতালের রোগিরাও অবাক হয়। পরে রোগীর স্বজনেরাও এই পরিষ্কার কাজে অংশ গ্রহণ করেন।

ডাঃ মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী ২৭তম বিসিএস দিয়ে ডাক্তার হিসেবে যোগ দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply