ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করেও জাতীয় দলে এক প্রকার অবহেলার শিকার তুষার ইমরান। এবার অবসরের পথেই হাঁটছেন এই ক্রিকেটার।
শনিবার (২০ নভেম্বর) নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। তুষার ইমরান লিখেন, ‘আগামীকাল (রোববার) প্রথম শ্রেণির ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে মাঠে যাব। দোয়া করবেন।’
২০০০ সালে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা শুরু করেছিলেন যশোরের ছেলে তুষার ইমরান। এর পরের বছরই ২০০১ সালে জাতীয় দলের রঙিন জার্সি গায়ে জড়ান জিম্বাবুয়ের বিপক্ষে। ২০০২ সালে জাতীয় দলের হয়ে টেস্টেও অভিষেক হয় তার। তবে জাতীয় দলে সেভাবে থিতু হতে পারেননি এই ডানহাতি ব্যাটার।
ক্যারিয়ারের ৫ টেস্টের সবশেষটি তিনি খেলেছেন ২০০৭ সালের জুলাইয়ে। একই বছর ৪১ ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছেন তিনি। এরপর নিয়মিত ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাসলেও জাতীয় দলে ফেরা হয়নি তুষারের।
তবে জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া লিগে একের পর এক রেকর্ডে রাঙিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। প্রথম শ্রেণির ক্রিকেটে তাকে ডাকা হয় রান মেশিন। প্রথম শ্রেনির ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ডেও তুষারের ধারেকাছে নেই কেউ। তার দখলে রয়েছে ৩১টি সেঞ্চুরি।
Leave a reply