পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। ঘটনার আকস্মিকতায় সকলের চোখ প্রায় কপালে ওঠার জোগাড়। হাসান আলী বল করার সময় একবার ‘স্পিডগানে’ চোখ পড়তেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। ১৩৬ মাইল গতিতে বল করেছেন হাসান আলী! তাহলে কি হাসান আলী ক্রিকেট ইতিহাসে দ্রুততম বলটি করে ভেঙে দিলেন স্বদেশীয় শোয়েব আখতারের রেকর্ড!
কয়েক সেকেন্ডের জন্য তা মনে হলেও ভুল ভাঙে খুব তাড়াতাড়ি। হাসান আলীর ওই বলের গতিবেগ মাপতে ভুল করেছিল স্পিডগান। আর তাতেই যত বিভ্রান্তি। শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন ৪ উইকেটে ম্যাচ জিতেছে পাকিস্তান। লো স্কোরিং থ্রিলারে শেষ হাসি হেসেছেন বাবররা।
বাংলাদেশের ইনিংসে দ্বিতীয় ওভারে বল করতে আসেন পেসার হাসান আলী। তার দ্বিতীয় ডেলিভারির গতি স্পিডগানে দেখায় ঘণ্টায় ২১৯ কিলোমিটার! অর্থাৎ মাইলের হিসেবে ঘণ্টায় ১৩৬.১ মাইল গতিতে বল করেছেন হাসান আলী। আসলেও কি তাই? বিজ্ঞানসম্মতভাবেই তো এত গতিতে মানুষের পক্ষে বল করা অসম্ভব!
পরে জানা যায়, স্পিডগানে কারিগরি ত্রুটির কারণে হাসানের ওই ডেলিভারিতে ভুল গতিসীমা দেখায়। ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি রীতিমত সাড়া ফেলে দেয়। পাকিস্তানের বাঁহাতি পেসার জুনায়েদ খান মজা করে টুইট করেন, বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বোলার হওয়ায় হাসান আলীকে অভিনন্দন। শোয়েব আখতার এখন দ্বিতীয় সেরা। হা হা মজার ভুল।
Leave a reply