কাতারে প্রবাসী শ্রমিক মৃত্যু নিয়ে আন্তর্জাতিক শ্রমিক সংস্থা, আইএলও’র প্রকাশিত রিপোর্টকে বিভ্রান্তিকর আখ্যা দিয়েছে দেশটির শ্রম বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে এ দাবি করে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
বিদেশি শ্রমিকদের স্বাস্থ্যগত দিকে কাতার বরাবরই স্বচ্ছ বলে দাবি কর্তৃপক্ষের। তবে ভবিষ্যতে বিষয়গুলো আরও উন্নত করার আশাবাদ তাদের। এছাড়া আইএলও কর্তৃক সুপারিশকৃত শ্রম সম্পর্কিত প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নে দেশটি কাজ করছে বলেও জানায় মন্ত্রণালয়।
সম্প্রতি প্রবাসী শ্রমিক নিহতের বিষয়ে কাতার সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছে আইএলও। সংস্থাটির রিপোর্ট অনুযায়ী, গত বছর দেশটিতে কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০ শ্রমিকের, গুরুতর আহত পাঁচ শতাধিক আর মাঝারি আঘাতপ্রাপ্ত হয়েছেন সাড়ে ৩৭ হাজারের বেশি।
Leave a reply