ভারতের অন্ধ্রপ্রদেশে বন্যায় নিহত ২৪, নিখোঁজ শতাধিক

|

ছবি: সংগৃহীত।

টানা বৃষ্টির জেরে ভারতের অন্ধ্রপ্রদেশে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ আছেন আরও শতাধিক। বিভিন্ন স্থানে চলছে উদ্ধার অভিযান। খবর এনডিটিভির।

মূলত, দু’টি নিম্নচাপের প্রভাবে প্রায় দশ দিন বৃষ্টি চলছে এই প্রদেশের নানা এলাকায়। পানি বাড়ায় বিভিন্ন বাঁধ উপচে পড়ার ঘটনাও ঘটেছে। ফলে মাটির পানি ধারণের সর্বোচ্চ ক্ষমতাও ছাপিয়ে গেছে বলে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।

এদিকে, বন্যা ও খারাপ আবহাওয়ার কারণে প্রদেশটিতে বিপর্যস্ত হয়ে পড়েঠে সড়ক ও রেল-যোগাযোগ। এছাড়া কাডাপা বিমানবন্দর আগামী ২৫ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। পুরোদমে উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

এর আগে, শুক্রবার (১৯ নভেম্বর) রায়লসীমা প্রদেশে অতিবৃষ্টিতে অন্তত ১৩ জনের মৃত্যুর কথা জানা যায়। কাডাপার অন্নামাইয়া বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে পানির তীব্র স্রোতে ভেসে যান বেশ কয়েক জন। এরপর টানা পাঁচ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা গেছে প্রায় ২০ জনকে। এ ঘটনায় উদ্ধারকারী দল আটটি মরদেহও উদ্ধার করে। সংখ্যাটা আরও বেশি বলে দাবি করছে সংশ্লিষ্টরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply