খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির সংসদ সদস্যদের মানববন্ধন

|

খালেদা জিয়ার মুক্তি দাবিতে মানববন্ধন করেন তারা।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে সংসদ ভবন এলাকায় মানববন্ধন করেছেন বিএনপির সংসদ সদস্যরা। রোববার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মানববন্ধন করেন তারা।

এ সময় বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা প্রশ্ন তোলেন, রাষ্ট্রপতি দেশের বাইরে চিকিৎসা নিতে গেলে খালেদা জিয়া পারবে না কেনো? দেশে চিকিৎসা ব্যবস্থা খারাপ তাই মানুষ বাইরে যাচ্ছে।

গত তিন বছর খালেদা জিয়া সরকারের হেফাজতে, তার কিছু হলে দায় সরকারকে নিতে হবে। দেশে আইনের শাসন না থাকায় খালেদা জিয়ার এমন পরিস্থিতি। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। দেশের বিচার বিভাগ ন্যূনতম স্বাধীন হলে খালেদা জিয়া জামিন পেতেন বলেও মন্তব্য করেন রুমিন ফারহানা।

আরেক সংসদ সদস্য জিএম সিরাজ বলেন, আইনমন্ত্রী প্রলাপ বকছেন। ডাক্তার ঠিক আছে, দরকার মেডিকেল ইকুইপমেন্ট। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যা বলেছেন তাতে তার কাছে আশা নেই। রাষ্ট্রপতি পারেন বলেও জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply