মৌসুমের শুরুতেই কক্সবাজারে পর্যটকের ঢল

|

মৌসুমের শুরুতেই পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। শীতের হিমেল হাওয়ায় সমুদ্রের নীল জলরাশিতে মেতে উঠেছেন ভ্রমণ পিপাসুরা। বিপুল সংখ্যক পর্যটকদের ঢল সামলাতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে, পর্যটকদের এমন আনাগোনায় হাসি ফুটেছে পর্যটনকেন্দ্রিক ব্যবসায়ীদের।

একদিকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, অন্যদিকে সবুজ পাহাড়। হালকা শীতের আমেজে প্রকৃতির এমন অনাবিল সৌন্দর্যে যেন ডুব দিয়েছেন লাখো পর্যটক। মূলত নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই কক্সবাজারে বাড়তে শুরু করে পর্যটকদের ভিড়। কেউ আসছেন পরিবার পরিজন নিয়ে, কেউ কেউ সৈতকের বালুকা বেলায় হৈ-হুল্লোড় করছেন বন্ধুদের নিয়ে।

কক্সবাজার সমুদ্র সৈকতের ১১ পয়েন্টের পাশাপাশি, অনেকে ছুটছেন সেন্টমার্টিন, হিমছড়ি, ইনানিসহ আশেপাশের পর্যটন স্পটগুলোতে। শীতের এই মৌসুমকে সামনে রেখে কক্সবাজারের সাড়ে ৪শ হোটেল মোটেল, রিসোর্টও সেজেছে নতুন রূপে। করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের।

টুরিস্ট পুলিশের উপ পরিদর্শক ইসতেখার আলম জানালেন, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে টুরিস্ট পুলিশ। নিরাপত্তা নিশ্চিতে অর্ধশতাধিক লাইফগার্ড কর্মীও সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply