Site icon Jamuna Television

‘আমি আমার স্ত্রীকে হত্যা করেছি, আমাকে এসে গ্রেফতার করুন’

স্ত্রীকে হত্যার পর স্বামী আমিনুল গ্রেফতার।

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভাবনদত্ত গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী মিনারা (২২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। ঘটনার পর ঘাতক স্বামী আমিনুল ইসলামকে (২৮) আটক করেছে পুলিশ।

শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১২টায় ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত পন্ডিত কাছড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক ওই গ্রামের শামছুলের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আ. ছালাম জানান, মিনারাকে গলাটিপে শ্বাসরোধ করে প্রথমে হত্যা করে স্বামী আমিনুল। পরে নিজেই থানায় ফোন করে পুলিশকে হত্যার বিষয়ে খবর দেন তিনি। এরপর পুলিশ এসে তাকে গ্রেফতার করে। তাদের সংসারে কোনো সন্তান নেই বলেও জানান ইউপি সদস্য।

এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার ইন চার্জ মো. আজাহারুল ইসলাম সরকার বলেন, স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী আমিনুল ইসলাম নিজেই থানায় ফোন করে জানায়, আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। আপনারা এসে আমাকে নিয়ে যান। পরে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক আমিনুলকে আটক করি। সে প্রাথমিকভাবে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হবে। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি।

Exit mobile version