Site icon Jamuna Television

দুটি বনমোরগকে অব্যাহতি দিলেন জো বাইডেন

ছবি: সংগৃহীত

দুটি শ্বেতশুভ্র টার্কি বা বনমোরগকে অব্যাহতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত শনিবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ছিল এ আনুষ্ঠানিকতা।

খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান থ্যাংকস গিভিং ডে উপলক্ষ্যে ছিল এ আয়োজন। দশকের পর দশক ধরে হোয়াইট হাউসে প্রচলিত হয়ে আসছে এই রীতি। এবার, পিনাট বাটার এবং জেলি নামের দুটি বনমোরগকে অব্যাহতি দেয়া হল। এই অনুষ্ঠানে জো বাইডেন বলেন, বনমোরগ দুটিকে তাদের শান্ত স্বভাবের জন্য বাছাই করা হয়েছে। তাছাড়া তাদের করোনা ভ্যাকসিনও দেয়া হয়েছে।

ইন্ডিয়ানার জেসপারে লালনপালন করা হয় বনমোরগ দুটিকে। ক্রিসমাস বা বড়দিনের আগে, পরিবার ও বন্ধুদের সাথে দিনটি উদযাপন করেন পশ্চিমারা।

Exit mobile version