বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার (২১ নভেম্বর) বিকেলে, ডিআরইউতে মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বিচারের প্রহসনে মিথ্যা মামলায় জড়িয়ে সাজা প্রাপ্ত হয়ে দেশনেত্রীকে আজকে অন্তরীণ করে রাখা হয়েছে। আওয়ামী সরকারের বিরাজনীতিকরণের যে নীতি, তারই অংশ খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখা।
তিনি আরও বলেন, ডাক্তারেরা বলছেন এই মুহূর্তে খালেদা জিয়াকে এবাইরে চিকিৎসা করানো অত্যন্ত জরুরি। কিন্তু সেই অনুমতি পাওয়া যাচ্ছে না। অবিলম্বে তাকে দেশের বাইরে চিকিৎসা করার সুযোগ দেয়া হোক, তাকে মুক্তি দেয়া হোক তা না হলে অবিলম্বে এই সরকারের পতনের আন্দোলন শুরু হবে।
Leave a reply