টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করলো আফগানিস্তানের তালেবান সরকার। পাশাপাশি নারী উপস্থাপক ও সাংবাদিকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে হিজাব। গতকাল থেকে দেশটির টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়েছে তালেবান সরকারের নতুন এ নিয়ম।
নতুন নিয়মে ৮টি বিধিমালা রয়েছে। যার অন্যতম, শরিয়া আইন বিরোধী সিনেমা সম্প্রচার করা যাবে না। দেখানো যাবে না পুরুষেরও অনাবৃত শরীর। বিনোদনমূলক অনুষ্ঠানে ধর্মের অবজ্ঞা করা যাবে না বলেও নির্দেশনা দেয়া হয়। এছাড়া বিদেশি মূল্যবোধ প্রচার করে এমন চলচ্চিত্রও নিষিদ্ধ করা হয়েছে দেশটিেত।
আগস্টে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র বাহিনী কাবুল ছাড়ার পর ক্ষমতা দখল করে তালেবান। এরপরই মেয়ে শিশু এবং নারী শিক্ষার্থীদের ঘরে থাকার নির্দেশনা দেয় দলটি। অতীত শাসনামলেও নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্র থেকে বঞ্চিত করেছিল তালেবান।
Leave a reply