এখনও যে কারণে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভারতের কৃষকরা

|

ভারতের বিতর্কিত ৩ কৃষি আইন বাতিলের দাবিতে আগামী ২৯ নভেম্বর পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা সংসদ চলো কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত কৃষকরা। মূলত সরকারের তরফ থেকে আইনগুলো বাতিলের ঘোষণা এলেও কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন বহাল রাখার পক্ষে অটল কৃষক নেতারা।

ওইদিন পার্লামেন্টের শীতকালীন অধিবেশন শুরু হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর রোববারই প্রথম বৈঠক করলো সংযুক্ত কিষাণ মোর্চা। সরকার যেসব দাবি মেনে নিয়েছে, সেগুলো ছাড়াও অন্যান্য দাবিগুলো পূরণে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ফসলের ন্যুনতম সহযোগিতা মূল্য নিশ্চিতে কেন্দ্রীয় সরকারের আইন প্রণয়ন করা ছাড়াও কৃষকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার করার দাবি রয়েছে তাদের দাবিতে। আন্দোলনরত কৃষকরা জানিয়েছেন, পার্লামেন্টে আইন তিনটি প্রত্যাহার হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply