হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারবে কি বাংলাদেশ?

|

ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও লেজেগোবরে অবস্থা বাংলাদেশের। টানা দুই ম্যাচ হেরে এরইমধ্যে সিরিজ খুঁইয়েছে মাহমুদউল্লাহ বাহিনী। আর সোমবারের (২২ নভেম্বর) তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচটি একপ্রকার নিয়ম রক্ষার লড়াই।

এ ম্যাচ দিয়েই বছরের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলবে লাল-সবুজ বাহিনী। এছাড়া আজ হেরে গেলে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হবে বাংলার টাইগারদের। অন্যদিকে, সিরিজ নিশ্চিত করে এবার বাবর আজমদের চোখ হোয়াইটওয়াশে। মিরপুর শেরেবাংলায় ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

টানা দুই দিনে দুই ম্যাচ। শেষ ম্যাচের আগে তাই অনুশীলন করেনি কোনো দল। টিম হোটেলে বাবর আজম-রিয়াদরা বিশ্রাম নিয়েছেন। মুস্তাফিজ-শরীফুল রয়েছেন ইনজুরিতে। সেই সুবাদে একাদশে অভিষেক হতে পারে পেসার শহিদুল ইসলামের। দলে তৃতীয় পেসার প্রয়োজন হলে খেলানো হতে পারে কামরুল ইসলাম রাব্বীকে। আর সাইফের জায়গায় মোটামুটি নিশ্চিত ওপেনার পারভেজ হোসেন ইমন।

অন্যদিকে, সিরিজ জিতে যাওয়ায় একাদশে একাধিক বদল নিয়ে নামতে পারে পাকিস্তান। সন্তানের অসুস্থ হওয়ার খবরে খেলার আগেই দুবাই উড়ে গেছেন শোয়েব মালিক। একটা বদল নিশ্চিতই। এছাড়াও যারা ম্যাচ পাননি তাদের খেলতে দেখার সম্ভাবনা প্রবল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply