সাত বছরের ছেলে মুম্বাইয়ের পুলিশ অফিসার, কিন্তু কেন?

|

ছোট্ট শরীরে মরণব্যাধি ক্যান্সার। কিন্তু মনে বিরাট স্বপ্ন একদিন বড় হয়ে পুলিশ অফিসার হবে। আর এ কথা শুনে পুলিশ দপ্তর থেকে ৭ বছরের ছেলেটিকে বানিয়ে দিলো পুলিশ ইন্সপেক্টর। এ ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ের মুলুন্দ থানায়।

জানা যায়, সাত বছরের অর্পিত মণ্ডলের মরণরোগ ক্যান্সার হয়েছে। কিন্তু চিকিৎসকরা চেষ্টা করছেন কিন্তু সম্পূর্ণ সেরে ওঠার গ্যারান্টি নেই। অর্পিত স্বপ্ন হলো পুলিশ অফিসার হওয়া। আর এই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসে মুম্বাই পুলিশ। অর্পিতকে পুলিশ অফিসারে পোশাকে নিয়ে আসা হয় থানায়।

গোটা দিন খুদে পুলিশ ইন্সপেক্টরকে নিয়ে মজাতেই কাটালেন মুলুন্দ থানার বাকি পুলিশকর্মী, অফিসাররা। ইন্সপেক্টরকে কেক খাওয়ানো থেকে কোলে নেওয়া সবই হয়েছে। এক দিনের জন্য হলেও স্যালুট দেয়া হয় ইন্সপেক্টর অর্পিতকে।

আর এই ছবি মুম্বাই পুলিশ তাদের অফিসিয়াল টুইটারে পোস্ট করে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয়ে পড়ে। সবাই তাদের প্রশংসা করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply