রেমিট্যান্স কমেছে, চাকরি হারাচ্ছেন প্রবাসীরা?

|

করোনা পরিস্থিতির উন্নতি হলেও মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্স কমেছে। সবচেয়ে কম গতি সৌদি আরব থেকে আসা রেমিট্যোন্সে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, গত মাসে মাত্র ১৬৪ কোটি ৬৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। রেমিটেন্স কমে যাওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্টরা দায়ী করছেন প্রবাসীদের চাকরি হারানোকে।

ওই প্রতিবেদন আরও বলছে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে বিভিন্ন দেশ থেকে যে ৭শ কোটির বেশি ডলার এসেছে, তার ৫৪ শতাংশই এসেছে মধ্যপ্রাচ্য থেকে।

রেমিট্যান্স পাঠানোর দিক থেকে সৌদি আরবের পরই দ্বিতীয় অবস্থানে থাকতো সংযুক্ত আরব আমিরাতে। তবে করোনাভাইরাস মহামারির মধ্যে আমিরাতকে ডিঙিয়ে দ্বিতীয়তে এসেছে যুক্তরাষ্ট্র। ইউরোপ থেকেও আসছে ডলার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply