মন্থর ব্যাটিং, নেই ৩ উইকেট

|

রানের গতি বাড়াতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ।

পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম অর্ধেক জুড়ে মন্থর গতিতে ব্যাট করেছে বাংলাদেশ। শামীম হোসেনের ব্যাটে আগ্রাসন দেখা গেলেও তার বিদায়ে রানের গতি কমে যায় বাংলাদেশের।

এর আগে, পাকিস্তানের অভিষিক্ত ফাস্ট বোলার শাহনাওয়াজ দাহানির করা প্রথমে ওভারেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। প্রথম দুই ম্যাচে ব্যর্থ ওপেনার মোহাম্মদ নাঈমকে সাথে নিয়ে পাল্টা আঘাত শুরু করেন শামীম হোসেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ২২ রান করা নাঈম আউট হন লেগস্পিনার উসমান কাদিরকে স্লগ সুইপ করে সীমানা ছাড়া করতে গিয়ে ইফতিখার আহমেদের তালুবন্দি হয়ে।

এরপর আফিফ হোসেন মাঝেমধ্যেই আগ্রাসী ব্যাটিংয়ের ছাপ রেখেছেন। তবে উসমান কাদিরকে উড়িয়ে মারতে গিয়ে তিনিও ২০ রানে ফিরে যান সাজঘরে। প্রথম দুই ম্যাচে সাফল্য না পাওয়া নাঈম বেশ সাবধানী ব্যাট করছেন রানের খোঁজে। কিন্তু এতে করে যেন রানের গতি বাড়াতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ ইনিংস। তিনি ব্যাট করছিলেন ৪৪ বলে ৪২ রান করে। এখন ক্রিজে থাকা মাহমুদউল্লাহর সংগ্রহ ৩ বলে ২ রান।

প্রতিবেদনটি লেখার সময় বাংলাদেশের রান ছিল ১৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯৬ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply