কাঁকড়া চলাচলের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল

|

ছবি: সংগৃহীত

রাস্তায় উঠে আসে লাখ লাখ লাল কাঁকড়া। অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে প্রতিবছরই দেখা মেলে দৃষ্টিনন্দন এমন দৃশ্যের। ভারত মহাসাগরের পাড়ে ডিম পাড়বে কাঁকড়া গুলো। মূলত এই কারণেই জঙ্গল ছেড়ে দল বেঁধে সাগরে ছুটে যাচ্ছে কাকড়াগুলো।

প্রতি বছর অক্টোবর-নভেম্বর মাসেই দেখা যায় এমন দৃশ্য। এই লাল কাঁকড়ার দল রাস্তা পার হওয়ার সময় বন্ধ করে দেয়া হয় সড়কে যান চলাচল। কাঁকড়াগুলোর নির্বিঘ্ন চলাচলের জন্য অনেক জায়গায় ওভারব্রিজ ও আন্ডারপাস বানিয়ে দিয়েছে শহর কর্তৃপক্ষ। এসব কাঁকড়ার একেকটি দলের নেতৃত্বে থাকে সবচেয়ে বড় পুরুষ কাঁকড়া। সেটিকে অনুসরণ করে অন্য কাঁকড়ারা ছুটতে থাকে।

দেশটির ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ বলছে, একটি মা লাল কাঁকড়া একবারে ১ লাখ ডিম দিতে পারে। ক্রিসমাস দ্বীপে প্রায় পাঁচ কোটি লাল কাঁকড়ার বাস। দ্বীপটিতে প্রতিবছরই লাল কাঁকড়ার দলবেঁধে অভিবাসনের ঘটনা ঘটে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply