সুস্থ্য ও নিরাপদে আছেন চীনের নিখোঁজ হওয়া টেনিস তারকা পেং শুয়াই। ভিডিও কলে পেং শুয়াইয়ের সাথে বৈঠকের পর তার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ।
প্রায় ৩০ মিনিট বৈঠকের কথা উল্লেখ করে থমাস বাখ জানান, চীনা অলিম্পিক তারকার নিরাপত্তা ও সুস্থতার বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিলো অলিম্পিক কমিটি। এই মুহূর্তে তিনি নিজ বাড়িতে আছেন এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষাকেই গুরুত্ব দিচ্ছেন বলেও জানান।
গত ২ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনার পর থেকে আর জনসমক্ষে দেখা যায়নি পেংকে। জোড়া গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী ডবলসের সাবেক এক নম্বর তারকার নিখোঁজের ঘটনায় শনিবার (২০ নভেম্বর) উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অ্যাথলেট কমিশন ও উইম্বলডন কর্তৃপক্ষ।
নিখোঁজ হওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছিল, ক্ষমতাসীন কম্যুনিস্ট নেতার দিকে আঙুল তোলায়ই নিখোঁজ হয়েছেন তিনি।
Leave a reply